ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় তিন শ্রমিক নেতার মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুন) সারাদেশে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করবে বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশন।
তবে এদিন অাশুগঞ্জ উপজেলায় অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।
সোমবার (২৭ জুন) দিনগত রাতে নেতাকর্মীরা আলোচনা সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক এস এম আসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শফিউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সালাউদ্দিন, তিন নম্বর দক্ষিণ সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, জেলা কমিটির সহ-সভাপতি মো. আলকাস ও সেলিম মুন্সী প্রমুখ।
তাদের দাবি, হাইওয়ে পুলিশের সহকারী পরিদর্শক (এসঅাই) অানিসুজ্জামানসহ কয়েকজন অসাধু সদস্যের কারণে তিন শ্রমিক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দায়ী পুলিশ সদস্যদের অবশ্যই তদন্তের মাধ্যমে বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর অাগে ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা শোকাহত তিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিন আরোহীসহ চলন্ত মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা। এ সময় তিনজন মোটরসাইকেলে উঠার দায়ে পুলিশ তাদের আটক করে টাকা দাবি করে। আরোহীরা টাকা না দিয়ে চলে আসার চেষ্টা করতে এক পুলিশ সদস্য পেছন থেকে তার হাতে থাকা লাঠি ছুড়ে মারেন।
এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা পাথরবোঝাই ট্রাক তিনজনকে চাপা দেয়।
এসময় মোটরসাইকেল আরোহী জেলা ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪৩) ও দফদর সম্পাদক শাহজাহান মিয়া (৫২) ঘটনাস্থলেই মারা যান। তাদের সবার বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে।