অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণের শিকার হয়েছে হতদরিদ্র পরিবারের ৭ম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রী। পরিবারটি হতদরিদ্র হওয়ায় মামলা করতে রাজি হয়নি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে মঙ্গলবার রাতে ঘরের বেড়া ভেঙ্গে তুলে নিয়ে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের মজিদ সরদারের ছেলে সোহাগ সরদার (২৫) ধর্ষণ করে। পরিবারের ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে অসুস্থাবস্থায় ধর্ষিতাকে বাহাদুপুর-বাশাইল সড়কের ভাজনা ব্রিজের ঢালে ফেলে ধর্ষণকারী সোহাগ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। ধর্ষিতার পরিবার হতদরিদ্র হওয়ায় এ ব্যাপারে মামলা করতে রাজি হয়নি। এ ঘটনা পুলিশকে জানানো হয়েছে।