অগ্রদৃষ্টি স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলে এবারের আসরের শিরোপা জয় করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিলো সানরাইজার্স।
বেন কাটিং ম্যাচের সেরা খেলোয়াড় আর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ২০১৬ আইপিএলের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
আর এবারের আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ভিরাট কোহলি।
ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৩৮ বলে ৬৯ রানে ভর করে ২০ ওভারে ২০৮ রানের বড় পুঁজি সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
অন্যদের মধ্যে শিখর ধাওয়ান ২৮, যুবরাজ সিং ৩৮ ও বিসিজে কাটিং ৩৯ রান করতে সক্ষম হয়।
জবাবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাত উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভার শেষে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
তবে শুরুতে ক্রিস গেইল ও অধিনায়ক বিরাট কোহলি মাঠে রানের ঝড় তুলেছিলেন।
গেইল ৩৮ বলে ৭৬ রান ও কোহলি ৩৫ বলে ৫৪ রান সংগ্রহ করে।
দলীয় ১১৪ রানের মাথায় গেইল ও ১৪০ রানের মাথায় কোহলি আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেঙ্গালুরু।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৩৭ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন।
যদিও ফাইনালে মুস্তাফিজ খেলতে পারবেন কি-না তা নিয়ে সংশয় ছিলো। কারণ আগের ম্যাচটিই ইনজুরির কারণে খেলা হয়নি তার।
এবার প্রথমবারের মতো খেলতে গিয়ে আইপিএলের ১৬ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেট সেনসেশন।