বিনোদন ডেস্ক: পর্দায় আর দেখা যাবে না জনপ্রিয় মার্কিন তারকা অ্যাঞ্জেলিনা জোলির দুর্দান্ত অভিনয়। কেননা, অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। হলিউডে এখন এমন গুঞ্জনই উঠেছে, জোলি নাকি সরে দাঁড়াবেন অভিনয় থেকে। ছেলেমেয়েদের দিকেই এখন তার সব মনোযোগ।
তবে জোলি অভিনয় ছাড়ছেন- এমন ঘোষণা আগেও দিয়েছিলেন। ২০১৪ সালে নিজের পরিচালিত আনব্রোকেন ছবিটির প্রচারের সময় জোলি জানিয়ে দিয়েছিলেন, আর নয় ক্যামেরার সামনে, এবার পেছনেই দাঁড়াতে চান তিনি। তারপর অবশ্য পেরিয়ে গেছে তিনটি বছর। এর মাঝে অভিনয়ও করেছেন। ভেঙেছে সংসার।
এদিকে সূত্র বলছে, জোলির অভিনয়জীবনের পর্দা নেমে যাচ্ছে। এখন তিনি লেখালেখি ও ছবি পরিচালনায় মন দিতে চান। তাছাড়া বাচ্চাদের দেখাশোনাটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কাছে অভিনয়কে এখন ‘খেলো’ ব্যাপার মনে হয় নায়িকার। জীবনের আরও যে গভীর দিকগুলো আছে, সেগুলোতে এখন গুরুত্ব দিতে চান তিনি।
ফার্স্ট দে কিলড মাই ফাদার: আ ডটার অব কম্বোডিয়া রিমেম্বার ছবির কাজও শেষ। খুব শিগগির মুক্তি পাবে ভিডিও দেখার ওয়েবসাইট নেটফ্লিক্সে। এরপর মুক্তি পাবে মেলেফিসেন্ট টু। এটাই হতে পারে জোলির শেষ ছবি। তবে এ বিষয়ে অ্যাঞ্জেলিনা নিজে এখনো কিছু জানাননি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই