রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সাতটি বিভাগ চালুর চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদে বিভাগ সংখ্যা দাড়ালো ৫৭টি। বিশ্ববিদ্যালযে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ১ অক্টোবর। আগামী ৯-১২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
নতুন বিভাগগুলোতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (সম্মান) ভর্তি করানো হবে। এছাড়া এবছর প্রথম দু’টি ইন্সিটিটিউটে স্নাতক শ্রেণীতে ভর্তি করা হবে। এতে গত বছরের চেয়ে এবার বিশ্ববিদ্যালয়টিতে ৩৪৫ জন শিক্ষার্থী বেশি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ফলে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৩ টি। গত বছর মোট ৩ হাজার ৮২৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।
জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন জানান, সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন সাতটি বিভাগে ও দু’টি ইন্সিটিটিউটে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের দু’টি ইনস্টিটিউট এবারই প্রথম স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রফেসর মো. ইলিয়াছ হোসেন জানান, চারুকলাকে নতুন অনুষদ ঘোষণা করায় এবারের ভর্তি পরীক্ষায় নতুন একটি ইউনিট বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি পাওয়া ‘আই’ ইউনিটে এবার শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের অধীনে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বিএড অনার্স ভর্তি পরীক্ষা ‘ই’ ইউনিটের অধীনে নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন দুটি ইনস্টিটিউটে ভর্তিতে নির্ধারিত ইউনিটের যোগ্যতা থাকলেই হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৯-১২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।