আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১২ জুলাই আনুমানিক সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর থেকে ফুলবাড়ি ফেরার পথে হাবড়া রসূলপুর নামক স্থানে পৌছালে সতুর্ধ এক বৃদ্ধ তার বাই সাবইকেল নিয়ে রাস্তা ক্রস করার সময় তার পেছনের অংশে লেগে ঘটে দূর্ঘটনা। ঐ বৃদ্ধ অক্ষত অবস্থায় থাকলেও সাংবাদিক লিমনের ডান পায়ের হাটুর নিচে কেটে গিয়ে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। এ সময় তিনি মাথা ও বুকে আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে হলদী বাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র এর জরুরী বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক পায়ের ক্ষত স্থানে সেলাই দেন। সাংকাদিক লিমন ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাপ্তাহিক ফুলবাড়ি বার্তার বার্তা সম্পাদক,ইংরেজী দৈনিক বাংলাদেশ টুডের প্রতিনিধি। এছাড়াও সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ফুলবাড়ী শাখার প্রতিষ্ঠাতা সংগাম সভাপতি। দ্রƒত স্বুস্থ্যতার জন্য তিনি সকলের কাছে দোআ প্রার্থনা করেছেন।