ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রনি (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ডেমরার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাসায় ডেকে নিয়ে ওই শিশুটিকে প্রতিবেশী যুবক রনি ধর্ষণ করেছে বলে শিশুটির বাবার অভিযোগ। শিশুটিকে মঙ্গলবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে; যার নম্বর ১। অভিযুক্ত রনি পলাতক রয়েছে।