স্টাফ রিপোর্টঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে যেমন বাংলাদেশের রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশ, তেমনই ঠিক অন্যদিকে কুয়েতেও প্রবাসী বাংলাদেশীদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশ।
এরই ধারাবাহিকতায় গতকাল কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার আল্লার দান রেস্টুরেন্টে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব তাজুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা করেছে লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী ফোরাম কুয়েত।
আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাকসাম মনোহরগঞ্জ আওয়ামী ফোরাম কুয়েতের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শামিম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল-মামুন, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, মাইনুল ইসলাম, তোফাজ্জল হুসেন, আব্দুল্লা আল-মামুন সাগর, মীর হুসেন মিরন, মহিব উল্লাহ্ মহিবসহ অনেকে।
বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব তাজুল ইসলাম একজন সৎ – আদর্শবান ব্যক্তি, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের স্থানীয় এলাকাসহ গোটা দেশের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।