ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
সোয়া এক ঘণ্টার মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যেকার এ বৈঠক চলে। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন কানাডা ও যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ অধিবেশনকালীন বিভিন্ন কর্মসূচির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধানমন্ত্রীর সফরের সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।