জগলুল হুদা,চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান ফেরিঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে কর্ণফুলিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরো ১ জেলে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ হলে ১ জনের লাশ রাত ৮ টায় পানিতে ভেসে উঠে। স্থানীয় ইলিয়াছ কাঞ্চন চৌধুরী জানায় , শনিবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার মো. জুয়েল (১৭) ও চাচা মো. মাহাবুব (২৭) পুরাতন ফেরিঘাটে কর্ণফুলি নদীতে মাছ ধরতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই জন পানিতে তলিয়ে গেলে মো. জুয়েলের লাশ রাত ৮ টায় একই এলাকায় ভেসে উঠে ও অন্যজন নিখোঁজ (রিপোর্ট লেখা পর্যন্ত) রয়েছে।