আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলা শহরের একটি ক্যাসিনোতে এক বন্দুকধারীর হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় যাতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে ‘রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা বিনোদন কমপ্লেক্সে’ এই ঘটনাটি ঘটে। এক বন্দুকধারী ক্যাসিনোতে প্রবেশ করে একাধারে গুলি করতে থাকলে ভেতরে আগুন ধরে যায়। ফলে এই নিহতের ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে ম্যানিলা শহরের পরিচিত ক্যাসিনোতে হামলা চালায় এক বন্দুকবাজ। রিসর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই ক্যাসিনোতে তখন বেশ জনসমাগম হয়েছিল। সেই কারণেই বন্দুকবাজের হামলায় অনেকেই আক্রান্ত হন।
আক্রমণকারী ওই রিসর্টের চার তালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই হামলার সঙ্গে ইসলামিক স্টেটের যোগসাজশ রয়েছে কি না সেই বিষয়ে ধন্দে রয়েছে তদন্তকারীরা। সমগ্র বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ম্যানিলা শহরের পুলিশকর্তা টমাস অ্যাপোলিনারিও।
ক্যাসিনো কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি বিকৃত মানসিকতার কাজ। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে জানিয়েছেন, ‘হোয়াইট হাউস এ বিষয়ে নজর রাখছে।’
অগ্রদৃষ্টি.কম // এমএসআই