পাকিস্তান সেনা বাহিনী বলছে তারা বিতর্কিত কাশ্মীর এলাকায় ভারতের ‘স্পাই ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে।
তাদের দাবি ভারতীয় ড্রোন ওই এলাকার ছবি তুলছিল।
পাকিস্তানের আকাশ সীমা লংঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।
ভারতীয় সেনা ও বিমান বাহিনী এই অভিযোগ অস্বীকার করে বলেছে ওই এলাকায় তাদের কোনো ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় নি বা তাদের কোনো ড্রোন বিধ্বস্ত হয় নি।
অন্যদিকে, কাশ্মীরে পাকিস্তানি সৈন্যের গুলিতে ভারতীয় একজন নারী সীমান্তরক্ষীর হত্যার ঘটনায় বুধবার ভারত পাকিস্তান সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে।
গত সপ্তাহে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানি প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠক করেছেন এবং আগামী বছর আঞ্চলিক এক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিঃ শরীফের আমন্ত্রণও গ্রহণ করেছেন।
এরপরই আজ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনল পাকিস্তান।