বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বৈদ্যুতিক সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার করলেও এর আগেই ২০১৮ সালের মধ্যেই বীরগঞ্জ উপজেলাসহ দেশের সব গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে। এ লক্ষ্যে শেখ হাসিনা সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ৬সেপ্টেম্বর উপজেলার পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নের ভোগডোমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ভোগডোমা শম্ভুগাঁও আশ্রয়ন প্রকল্পে ৩৫০টি বাড়িতে বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড সম্পন্ন করেছে। নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দেশে সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে প্রায় ১৩ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে চায়। আর এ কারনেই বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। কারণ বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়ন হলেই অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন সম্ভব হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি’র এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এমএ খালেক সরকার, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুরেন্দ্র রায় কোকিল ও পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটির পরিচালনা করেন পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম।এর আগে পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর আশ্রয়নের প্রকল্পে ৭০টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্ধোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল।