এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুকে অভিনন্দন জানিয়ে বীরগঞ্জে মিছিল করেছে ছাত্রলীগ।
বীরগঞ্জের কৃতি সন্তান আবু হুসাইন বিপু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ন আহব্বায়ক সাজেদুর রহমান অন্তুর নেতৃত্বে একটি মিছিল পৌর শহরে প্রদক্ষিন করে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন বাবুল, সাধারন সম্পাদক ও বীরগঞ্জ মহিলা কলেজের ভারঃ অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম স্বপন, ছাত্রলীগ নেতা বিপ্লব, বাবু, রিয়াদ মাহমুদ, রাকিব, আরিফ প্রমুখ।