ঢাকা: বিভিন্ন জেলায় সদ্য নিয়োগ পাওয়া ৪৩ সহকারী জজদের দুই মাসের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩৪তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সনদপত্র বিতরণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হকের থাকার কথা থাকলেও তিনি আসেননি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচার কার্য পরিচালনায় প্রশিক্ষণের বিকল্প নেই। যতো বেশি প্রশিক্ষণ নেওয়া হবে বিচার কাজে ততো বেশি দক্ষতা অর্জন সম্ভব হবে।