কুয়েতের নাগরিকদের জীবনযাত্রার মান।
চার সদস্যের একটি পরিবারের আনুমানিক মাসিক খরচ ২.৮০৮.৯ মার্কিন ডলার, ৮৬৩.৫ কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৪.৭৪২.৯২ টাকা। এটি আবাসন খরচ ছাড়া।
অন্যদিকে, একজন ব্যক্তির আনুমানিক মাসিক খরচ হল ৭৫৮.৭ মার্কিন ডলার, ২৩৩.২ কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় ৯০.৩৭৬.৭১ টাকা।এটি আবাসন খরচ ছাড়া।
এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে, সেই দেশটির নাগরিকদের তুলনায় গড়ে ৩৮.১ শতাংশ কম খরচ হচ্ছে কুয়েতি নাগরিকদের।
কুয়েতের নাগরিকদের গড় আয়ু ৭৬ বছর, এদেশটির শিশু মৃত্যুর হার ০.৬৮ শতাংশ।