রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মঙ্গলবার থেকে ৫০ টাকা কেজি দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।
প্রথমদিনেই ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাত্র এক ঘণ্টায় পেঁয়াজ বিক্রি হয়ে যায়।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবি খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুুরু করে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে টিসিবি এ উদ্যোগ নিয়েছে। একজন ক্রেতা দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।
ঢাকা ছাড়াও সারা দেশে ১৭৩ স্থানে খোলা ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। এর সঙ্গে চিনি ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ৩৭ এবং সয়াবিন তেল ৮৯ টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ চার কেজি চিনি এবং ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
ঢাকায় ২৪ স্থানে, চট্টগ্রামে ১০ ও অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরে দুটি করে খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম চলছে।
ঢাকা শহরে খোলা ট্রাকে প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, মতিঝিল শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপরা মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজার আগারগাঁও, শেওড়াপাড়া বাজার, মিরপুর-১-এর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা কাঁচাবাজার, মিরপুর গোলচত্বর, খামারবাড়ি, কচুখেত বাজারেও পণ্য বিক্রি হয়।
এ ছাড়া ইত্তেফাক মোড়, মতিঝিল বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও কলাবাগান, জুরাইন ও শনির আখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার ও খিলগাঁও তালতলা কাঁচাবাজারে টিসিবির পণ্য পাওয়া যাচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, এসব পয়েন্টে সাধারণ মানুষ লাইন দিয়ে টিসিবির পণ্য কিনছেন। তবে পেঁয়াজের চাহিদাই ছিল সবচেয়ে বেশী। এ কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে বলে টিসিবি জানিয়েছে।