
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দরা।

বুধবার (২৭ নভেম্বর) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক সহ সংগঠনটির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
প্রবাসীদের কল্যাণে কাজ করা সংগঠনটিকে গুরুত্ব দিয়ে সাক্ষাৎ এর সুযোগ করে দেয়ায় কমিউনিটির নেতৃবৃন্দরা রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এসময় বাংলাদেশ কমিউনিটি কুয়েতে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ায় রাষ্ট্রদূত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন।