খ ম জুলফিকারঃ ধলাই নদীর ভাংগন রোধে করনীয় নির্ধারনে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) কমলগঞ্জে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
৯ জুলাই সোমবার বিকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (নকশা) মো. মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী। সভায় কমলগঞ্জের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ইসলামপুর থেকে রহিমপুর ইউনিয়নের সীমানা পর্যন্ত ধলাই নদীর ৫৭ কি.মি. এলাকায় টেকসইভাবে বাঁধের সাথে ব্লক দিয়ে নদীর বাঁধ মেরামত, সংস্কার ও ইউটার্নকৃত বাঁক কেটে সোজা এবং লাঘাটা নদীকে পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত করে দ্রুত খনন ও সংষ্কার করার দাবী করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ, পুষ্প কুমার কানু, আব্দুল হান্নান, আবদাল হোসেন, তওফিক আহমদ বাবু, আব্দুল হান্নান, সাংবাদিক মুজিবুর রহমান, নূরুল মোহাইমীন মিল্টন, শাহীন আহমদ। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, নিম্ম মানের কাজের কারনে পানি বৃদ্ধি পেলেই বাঁধ ভেংগে যায়। এছাড়া নদীর কিনার থেকে মাটি নিয়ে বাঁধ দেয়ায় নদীর বাঁধ ভেঙ্গে পড়ছে। বক্তারা পরিকল্পিত ভাবে পাথরের ব্লক দ্বারা বাঁধ নির্মানের দাবী জানান।