আমার ভোট, আমার দেশ
আ হ জুবেদ-
দেশের হাওয়া গরম ভারি,
গণভোটের এলো পালা,
‘হ্যাঁ’ দেবো না ‘না’ দেবো আজ,
মনে বড়ই গোলকধাঁধা।
একদল কয় ‘হ্যাঁ’ বলো ভাই,
দেশটা হবে শান্তিময়,
অন্য দল কয় ‘না’ না বললে,
সামনে আছে বড় ভয়।
আমি তো ভাই সাধারণ লোক,
হিসাব কিতাব বুঝি কম,
চাই শুধু এই সোনার দেশে,
মিটুক সবার পেটের দম।
বিবেক বলে— জেনেশুনে,
চিন্তা করে দিবি ভোট,
দেশের যাতে ভালো হয় রে,
জাগুক মনে সেই চোট।
স্বার্থ ভুলে দেশের তরে,
একটি চিহ্ন দেবো আজ,
সবার ভালো যে পথে হয়,
সেই আমাদের আসল কাজ।

আ হ জুবেদ











