অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আজাহার আলী খানের ছেলে খোকন খান ও ছত্তার হাওলাদারের ছেলে রফিক হাওলাদার আগৈলঝাড়া-বাকাল সড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিক ও খোকন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। খোকন খানকে হাসপাতালে তার শাশুড়ি আলোমতি বেগম দেখে বাড়ি ফেরার পথে বাকাল তার বাড়ির সামনে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন মৃত ঘোষণা করেন।