আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ব সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। তবে এখনও পরীক্ষাসূচি ঠিক হয়নি।
গত বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়।
গতবছর ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।
হরতালের কারণে এ পরীক্ষা বিলম্বিত হয়েছিল ২০১৩ সালেও। ওই বছর ৪ নভেম্বর থেকে জেএসডি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তখনকার বিরোধী দলের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়েছিল।