ডেস্ক নিউজ : রাজধানীর দয়াগঞ্জে রিকশায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছিনতাইকারীর নাম রাজীব এবং তাকে শনিবার রাতে দয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাজীব একজন পেশাদার ছিনতাইকারী। সে এ মামলার মূল আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি প্রদানের জন্য তাকে আদালতে পাঠানো হচ্ছে।
১৮ ডিসেম্বর ভোরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং শিশুটির নাম আরাফাত। আরাফাতের বাবা শরীয়তপুর সদররে নরসিংদীপুর এলাকার বাসিন্দা শাহ আলম ও মা আকলিমা বেগম। তাদের আরেক ছেলে আল আমিন। তারা ওইদিন ভোরে শরীয়তপুর থেকে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন।
ওই দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম। মামলায় ‘ছিনতাই ও হত্যাকাণ্ড’ দুটি ধারাই যুক্ত করা হয়।
এছাড়া এ ঘটনায় বদরুল আলম নামের সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন।