সাভার (ঢাকা): সাভারের বিভিন্ন এলাকায় অমর একুশে ফেব্রুয়ারিতে জাতির বীর সন্তান ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের জনতা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব এলাকার শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদনে জনতার ঢল নামে।
সকাল থেকে সাভারের আশুলিয়ার বাইপাইলস্থ প্রেসক্লাব চত্বরে নবনির্মিত শহীদ মিনার, পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার, হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ ও গার্মেন্ট শ্রমিকসহ সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে।
নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য ড. এনামুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে।
আর ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম সমরসহ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ে।