আ হ জুবেদঃ সমুদ্র ভ্রমণ, দেশ ছেড়ে দূর দেশে, হাসি-আনন্দে সময় কাটানো আর কুলহীন সমুদ্রের সাথে একাকার হয়ে মিশে গিয়ে কুয়েত প্রবাসী সংবাদকর্মীরা এবার ঈদের ছুটি কাটিয়েছেন।
সৃষ্টির সৌন্দর্য্য আর প্রকৃতির মাধুর্য্য, এই দুই মিলে যখন তৈরি হয় এক অপরূপ মিশ্রণ, তখন তার দর্শনে বেঁচে থাকার ইচ্ছে হয়ে উঠে আরেকটু প্রবল।
সৃষ্টির সৌন্দর্য্য নীরব ও শান্ত পারস্য উপসাগর ভ্রমণে বেড়িয়েছিলেন কুয়েত প্রবাসী সংবাদকর্মীরা।
পারস্য উপসাগরের নীরবতার সাথে একটু সময় ঘুরে বেড়ানোর সীমাহীন আনন্দের অনুভব কেবল তারাই করতে পারেন, যারা পারস্য উপসাগরের তীরের দেশে আছেন।
একদল প্রবাসী বাংলাদেশী সংবাদকর্মীর সমুদ্র ভ্রমণে পারস্য উপসাগরের নীরবতা আর বিষন্নতা যেনো ক্ষণিকের জন্য আনন্দে রূপ নিয়েছিল।
সাংবাদিকরা জানালেন, পারস্য উপসাগরের সৌন্দর্য্যতা, ভ্রমণ অভিজ্ঞতা আর সমুদ্র ভ্রমণে নিজেদের আনন্দের কথা।
পারস্য উপসাগরীয় উত্তর পশ্চিম তীরবর্তী দেশ কুয়েত। এদেশে বিশ্বের শতাধিক দেশের নাগরিক বিভিন্ন কাজে নিয়োজিত, ছুটির দিনে দেশটিতে দৃষ্টিনন্দন নানা জায়গাতে ঘুরতে যান এসব প্রবাসিরা, তবে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা কিংবা কবির কল্পনায় সমুদ্রের কান্না আর নীরবতাকে এক পলক দেখার জন্য প্রবাসীদের সংখ্যাও নেহায়েত কম নয়।
কুয়েত প্রবাসী সংবাদকর্মীরা দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের ছুটির দিনের কিছুটা সময় সমুদ্র ভ্রমণে ব্যয় করে আনন্দ উপভোগ করতে আহ্বান জানান।
পারস্য উপসাগরীয় তীরের ছোঁয়ায় ধুয়ে মুছে যাবে সকল ক্লান্তি, দূর হবে প্রবাসী জীবনের বিষণ্ণতা এমনটাই প্রত্যাশা করছেন কুয়েত প্রবাসীরা।