বিশেষ প্রতিনিধি, মোহাম্মদ সেলিম হাওলাদারঃ
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদে রাসেল মোল্লা কে দেখতে চান কুয়েত যুবলীগের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে কুয়েত যুবলীগের আহবায়ক ইমাম উদ্দিন বাদল বলেন , আমি মনে করি রাসেল মোল্লা সভাপতি পদের উপযুক্ত।
সুতরাং ত্যাগী এ নেতাকে সুযোগ দিলে আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে
পাশাপাশি সভাপতি পদে রাসেল মোল্লাকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী।
অন্যদিকে রাসেল মোল্লা বলেন, প্রায় ১৬ বছর ধরে কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি ।
অতএব, বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে , আমার নেতা সাংসদ শামীম ওসমানের নির্দেশে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দল থেকে যদি আমাকে সভাপতির দায়িত্ব পালনের সুযোগ দেয়া হয়, তবে সততার সাথে দায়িত্ব পালন করবো।
তিনি আরো বলেন, সাংগঠনিক দায়িত্ব পেলে ভবিষ্যতে কুতুবপুরের সকল নেতাকর্মী ও প্রবাসী নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের হাতকে আরো শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবো।