জগলুল হুদা, চট্টগ্রাম প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে পুরুস্কার বিতরণী সভায় ইফতেখার হোসেন বাবুল
পাঠ্য বইয়ের সাথে প্রযুক্তিগত শিক্ষাকে কাজে লাগাতে হবে,
বর্তমানে সরকার শিক্ষাকে আধুনিকায়ন করতে নিত্য নতুন প্রকল্প হাতে নিয়েছেন। পাঠ্য বইয়ের সাথে প্রযুক্তিগত শিক্ষাকে কাজে লাগাতে হবে। আর এর মাধ্যমে দেশের উন্নয়নের অংশীদারী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন আরব আমিরাত আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদ’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী’র সভাপতিত্বে শিক্ষক মুক্তি সাধন কুমার বড়–য়ার সঞ্চালনায় প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ ম্যারিন সার্ভিসের পরিচালক খালেদ মাহামুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মো.সেলিম, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলিল, শিলক শাহ আলম চৌধুরী কলেজের সভাপতি আলহাজ্ব এম এ মান্নান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কান্তি চৌধুরী, সাংবাদিক ইয়াকুব আলী মনি, জামাল উদ্দীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার হোসেন বাবুল আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকথা অর্জনেও সচেষ্ট হতে হবে। শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্টায় স্থানিয় প্রতিনিধি ও পরিবারের অভিভাবকদের সচেষ্ট হতে হবে।
আলোচনা শেষে ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নিচে অনুষ্টানের ভিডিও ক্লিক করুন….