মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ ব্র্যান্ড লোটো জুতা কোম্পানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ অক্টোবর বুধবার,মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত ব্র্যান্ড লোটো কোম্পানিকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন।
ক্রেতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ক্রেতা মুজিবুর রহমান,ব্র্যান্ড লোটো কোম্পানি থেকে একটি জুতা ক্রয় করেন দুইদিনের মাথায় জুতাটি নষ্ট হয়ে যায়। এবং এ ব্যাপারে তিনি ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। ভোক্তার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এবং নগদ ৪০ হাজার টাকার অর্থ আদায় করে অভিযোগ কারীর ২৫ শতাংশের ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।