খ ম জুলফিকার, মৌলবীবাজার থেকেঃ কিছুদিন হতে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনের জন্য মাঠে কাজ করছে, দেশে প্রায় সকল সড়ক মহাসড়কে যানবাহন থামিয়ে গাড়ির লাইসেন্স, ফিটনেস, ইনসোরেন্স, ড্রাইভিং লাইসেন্স, সাইকেল আরোহীদের হেলম্যাট যাচাই করে আসছে।
এদিকে ট্রাফিকের পাশাপাশি বিএনসিসি ও রোবার্ট স্কাউটে মাঠে কাজ করার জন্য প্রশিক্ষণ দিয়ে নামিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা, বিনসিসি, রোবার্ট স্কাউট, ট্রাফিক সদস্যরা খুবই নিবিড় ভাবে পরিবহনে নৈরাজ্য দূর ও নিরাপত্তা দিতে কাজ করছে।
অতীতের তোলনায় অধিক পরিমানে গাড়ি, সাইকেলের কাগজ ও হেলম্যাট যাচাই চলছে।
এ অবস্থায় যাদের মটর যানে লাইসেন্স, রোড পারমিট, হেলম্যাট, ইনসোরেন্স ইত্যাদি নেই তারা দ্রুত সময়ে মধ্যে কাগজপত্র সঠিক করতে ব্যস্ত।
BRTA কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে অফিস সূচিতে পরিবর্তন করেছে। পূর্বে সময়সূচিতে রবিবার হতে বৃহস্পতিবার ৯.০০ টা হতে ৫.০০ পর্যন্ত ছিল। এখন পরিবর্তিত সূচিতে শনিবার হতে বৃহস্পতি সকাল ৯.০০ হতে রাত ৯.০০ টা পর্যন্ত।
লাইসেন্স, টেক্সটোকেন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির টাকা জমা দিতে ব্যাংকে পূর্বের সময়সূচি ১০.০০ টা হতে ২.০০ বলবদ রয়েছে। এতে করে মৌলভীবাজারে শহরের সিটি, মার্কেলটাইন, এনআরবি, এসআইবিএল ব্যাংকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। ব্যাংক কাউন্টার হতে ব্যাংকের দরজার বাহির পর্যন্ত লাইন দেখা যায়। এতে জনদূর্ভভোগ চরম আকার ধারণ করছে।
পরিবহন বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন ব্যাংকে সময় বৃদ্ধি করা এখন খবই জরুরি, এ ব্যাপারে BRTA কোন প্রচেষ্টা নেই।