মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায় রুমন আহমদ (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রুমন ওই এলাকার রুশন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুমনের বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুমনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়