স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যখন একের পর এক বিপর্যয়ে তলিয়ে যাচ্ছে সেখানে লা লিগায় নিজেদের সেরাটা জানান দিয়ে শিরোপার দিকে এগিয়ে চলছে বার্সেলোনা। লিগে গতকাল রাতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।
এস্তাদিও মিউনিসিপাল ডি অ্যানোয়েতায় রিয়ালের বড় জয়ে জোড়া গোল পেয়েছেন দলটির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। মৌসুমের শুরুর দিকে গোলখরায় ভুগলেও সম্প্রতি নিজের নামের প্রতি সুবিচার করে চলছেন বার্সার আক্রমণভাগের এ তারকা। তার জোড়া গোলের সঙ্গে একটি করে গোল পেয়েছেন লিওনেল মেসি ও পাওলিনহো।
লা লিগায় এ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও বড় করে ফেললো বার্সা। ১৯ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের শীর্ষে রয়েছে আর্নেস্তো ভালভর্দের শিষ্যরা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এখন ১৯ পয়েন্টে পিছিয়ে জিনেজিদন জিদানের দলটি।