অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: আগৈলঝাড়ায় উপজেলার চেঙ্গুটিয়া কান্দিরপাড় গ্রামের মৃত ইসমাইলের পুত্র ইব্রাহিম মিয়া (১৮) সে ১০ম শ্রেনীর ছাত্র।
এলাকা ঘুরে জানা যায়, ওই এলাকার মেম্বার শামীম তালুকদার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। ইব্রাহিমের পরিবার শামীম মেম্বারের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে জানান, গত ২৫ এপ্রিল তার ছেলেকে ইউপি সদস্য শামীম তালুকদার পরিকল্পিতভাবে পুলিশের কাছে ধরিয়ে দেয়। ইয়াবা বা নেশাদ্রব্য ব্যাপারে আমার ছেলে কখনই সংশ্লিষ্ট ছিলনা।
ইব্রাহিমের বোন জানান, আমার ভাইকে মেম্বার ওই রাতে ধরে মারধর করে মুচলেকা রেখে আমাদের হাতে তুলে দেয়। পরদিন আমার ভাই পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শামীম মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
সারাদিন তার কাছে রেখে ২৬ এপ্রিল বিকালে আনুমানিক ৪.৩০টার দিকে পুলিশে সোপর্দ করে। ইব্রাহিমের বোনের অভিযোগ ২৫ এপ্রিল রাতে শামীম মেম্বার আরও ২ জনকে ধরে ছিল আমার ভাইয়ের সাথে। তাদের কাছ থেকে টাকা-পয়সা খেয়ে ছেড়ে দেয় এবং আমার ভাইকে ফাঁসিয়ে দেয়।
তিনি আরও বলেন, শামীম তালুকদার এলাকায় ইয়াবাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তার নিজের দোষ এড়াতে আমার ভাইকে ফাঁসিয়ে দেয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই