খনির আবর্জনার স্তূপে ঘটা ওই ভূমিধসের কারণ পরিষ্কার নয় বলে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে বিবিসি।
নিহতদের অধিকাংশই ওই আবর্জনার স্তূপে পান্নার পরিত্যক্ত খণ্ডাংশ খুঁজছিল বলে জানা গেছে। এসব খণ্ডাংশের উপর নির্ভর করেই তারা জীবন চালাতেন।
পাশের বেশ কিছু কুঁড়েঘরও ভূমিধসে চাপা পড়েছে।
স্থানীয় এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আবর্জনার ওই স্তূপ থেকে ৫০ জনেরও বেশি নিহতের লাশ উদ্ধার করতে দেখেছেন তিনি।
ঘটনাস্থল কাচিন রাজ্যের ওই অংশটির যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি। মিয়ানমারের এই রাজ্যটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট কিছু পান্না পাওয়া যায়, তবে এখানে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।