আন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করে জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটি মঙ্গলবার যে প্রস্তাব পাস করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বুধবার বলেছেন, কানাডার আনা এ প্রস্তাবে যারা সমর্থন দিয়েছে তাদের মধ্যে কয়েকটি প্রধান মানবাধিকার লঙ্ঘনকারী দেশ রয়েছে। এরা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও সমর্থন দেয়।
থার্ড কমিটিতে পাস হওয়া প্রস্তাবে ইরানকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা না থাকার জন্যও তেহরানকে দায়ী করা হয়। জবাবে বাহরাম কাসেমি বলেছেন, এ প্রস্তাবের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। যারা এ প্রস্তাব সমর্থন করেছে তাদের অনেকেই যুদ্ধাপরাধী এবং সন্ত্রাসবাদ, সহিংসতা ও চরমপন্থার পৃষ্ঠপোষক।
তিন সুস্পষ্ট ভাষায় বলেন, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রস্তাব পাস করা হয়েছে তেহরান তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের কোনো ফলাফল নেই, শুধু মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুর মর্যাদাহানি ঘটাবে। পার্সটুডে