আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সৌদি আরবকে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন বাগাড়ম্বর ও দোষারোপের রাজনীতির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার খেলায় মেতে উঠেছে।
ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ভিত্তিহীন অভিযোগ করার একদিন পর কাসেমি এ হুঁশিয়ারি দিলেন। আদেল আল-জুবায়ের বার্তা সংস্থা রয়টার্সকে তার ভাষায় বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব যা করছে তা ইরানের আগ্রাসনের জবাবে করা হচ্ছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাবে বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব অত্যন্ত ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, দোষারোপের রাজনীতি করে সৌদি সরকার তার দায় এড়াতে পারবে না। ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাগাড়াম্বর ও মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার বিষয়ে সৌদি আরবকে তিনি সতর্ক করে দেন। কাসেমি বলেন, এ অঞ্চলের দেশগুলো সৌদি আরবের পক্ষ থেকে কোনো ইতিবাচক ভূমিকা দেখছে না।(পার্সটুডে)