বিনোদন ডেস্ক : ভাষার মাস শুরু হতে আর মাত্র কিছু মুহূর্ত বাকি। এই মাসের শুরুতেই অর্থাৎ ২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো আরিফিন শুভ ও তানহা তাসনিয়া জুটির প্রথম চলচ্চিত্র জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’।
কিন্তু বুধবার চলচ্চিত্রটির প্রযোজক অভি জানালেন মুক্তির তারিখ পিছিয়ে করা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি। ‘ভালো থেকো’ চলচ্চিত্রে শুভর বিপরীতে অভিনয় করেছেন গ্ল্যামারাস নায়িকা তানহা তাসনিয়া। দু’জনের প্রেম, ভালোবাসার অন্যরকম এক গল্পের উপস্থাপন করা হয়েছে ‘ভালো থেকো’ চলচ্চিত্রটিতে।
শুভ এবং তানহাসহ এই চলচ্চিত্রে আরো যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ ভালো করেছেন বলে দাবি শুভ-তানহার। এর কারণ হিসেবে দু’জন জানান, জাকির হোসেন রাজু এমনই একজন পরিচালক যিনি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কোনো অভিনয়শিল্পীকে অভিনয়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেন না। তাই ‘ভালো থেকো’ চলচ্চিত্রের প্রতিটি চরিত্র হয়ে উঠেছে প্রাণবন্ত।
চলচ্চিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, রাজু স্যারের নির্দেশনায় এর আগে আমি আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি। তিনি এমনই একজন পরিচালক যিনি শিল্পীদের সর্বোচ্চ আদর, ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নেন। একজন শিল্পীকে যথাযথ সম্মান দিয়ে তিনি কাজ করেন। শুটিং চলাকালে কোনো ভুল হলে রেগে নয়, বরং শিল্পী ধারণ করতে পারেন এমনভাবে বারবার বুঝিয়ে অভিনয় আদায় করে নেন। তাই আমি তার নির্দেশনায় বারবারই কাজ করতে চাই। ভালো থেকো চলচ্চিত্রটি সময়ের উপযোগী গল্পের একটি চলচ্চিত্র। আমি খুবই আশাবাদী চলীচ্চত্রটি নিয়ে।
তানহা প্রসঙ্গে শুভ বলেন, তানহা এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য যতো ধরনের কষ্ট করা যায় হাসিমুখেই তা করেছেন। ভালো থেকোর ভালোর জন্য হাসিমুখে সব কষ্ট মেনে নিয়েছেন। আর কিছুদিন পরেই চলচ্চিত্রটি মুক্তি পাবে। আমরা চলচ্চিত্রটির প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ত। তানহার মধ্যে বিগত ক’দিনে কোনো রকম ক্লান্তি দেখিনি।
তানহা বলেন, রাজু স্যারের নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছি। শুভ ভাই একজন বড় মাপের নায়ক। শুভ ভাই আমাকে প্রতিটি পদক্ষেপেই শিখিয়েছেন, সহযোগিতা করেছেন। আর রাজু স্যার এমনই একজন মানুষ যিনি সন্তানের মতো আদর করেন আমাকে। নিজেকে অভিনয়ে পারদর্শী করে তোলার চেষ্টা করেছি মাত্র স্যারের সহযোগিতায়। মূল কথা হলো ভালো থেকোর পুরো ইউনিট অনেক ভালো ছিলো। যে কারণে একটি ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে।
অভি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশের ১৩০টি সিনেমা হলে মুক্তি পাবে ‘ভালো থেকো’। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই।
এদিকে আরিফিন শুভ শিগগিরই অরিন্দম শীলের নির্দেশনায় ‘বালিঘর’ চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। বাংলাদেশ থেকে এই চলচ্চিত্রে তার সহশিল্পী হিসেবে থাকবেন নূসরাত ইমরোজ তিশা ও নওশাবা। এরইমধ্যে শুভ অভিনীত চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটি সেন্সরে জমা পেড়েছে। এতে শুভর বিপরীতে আছেন ঋতুপর্ণা। সাম্প্রতিক সময়ে আরিফিন শুভ অভিনীত দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যটাক’ চলচ্চিত্রটি দর্শককে মুগ্ধ করে। গেলো বছরের আলোচিত চলচ্চিত্র ছিলো এটি। তানহা তাসনিয়া অভিনীত দুটি চলচ্চিত্র এর আগে মুক্তি পেয়েছে। একটি রফিক শিকদারের ‘ভোলাতো যায় না তারে’ এবং অন্যটি শফিক হাসানের ‘ধুমকেতু’। ‘ভালো থেকো’ তানহার তৃতীয় চলচ্চিত্র।