স্পোর্টস ডেস্ক: বর্তমানে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন বিরাট। সেখানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী অনুশকা শর্মাও। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন বিরাট। সেখানে স্ত্রীর উদ্দেশে একটি রোমান্টিক উক্তিও করেন তিনি।
ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই একটি ছবিতে অনুরাগীরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। ভারতীয় দলের অনুশীলনের সময় বিরাটকে দেখা যায় বিয়ের আংটি গলায় পরে রয়েছেন।
অনুশীলন চলাকালে বিরাট হাতে বিয়ের আংটি পরতে পারছেন না। কিন্তু, তাতে কী? ভালোবাসার জন্য নিজেই এই পন্থা বের করেছেন ভারত অধিনায়ক। যখনই মাঠে নামছেন, বিরাটকে দেখা যাচ্ছে, আংটি পরে রয়েছেন গলায়। এর মাধ্যমে আংটিকে সর্বদা নিজের কাছে রেখে দিচ্ছেন বিরাট।