মোঃবিলাল উদ্দিন/এ বি এম বুলবুলঃ বাহরাইনে জালালাবাদ যুব সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাররক বাংলাদেশ রেস্টুরেন্টে জালালাবাদ যুব সংঘের সভাপতি মতিউর রহমান ছুনু সভাপতিত্বে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়্। এসময় প্রধান অতিথি হিসেবের উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও বাহরাইনে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কয়েছ আহমদ। জালালাবাদ যুব সংঘের সাধারণ সম্পাদক সুমন আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ বজলুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বশির আহমদ, আব্দুল করিম, আব্দুল মানিক, মিছবাহ আহমদ, মাসুম আহমদ, দারা মিয়া, শহীদ মিয়া, কালামিয়া চৌধুরী, মোশাহিদ মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শকত মিয়া, আব্দুল মুকিত, রুমন, রাকিব, আলমগীর, দিদার, দৌলত, সাবলু, নাজির, তাপস, নাছির, আমান, মুক্তার প্রমুখ। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজাম্মেল হক।