ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: মৌসুম শুরুর আগে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফাইন্যালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। রিয়ালে হযে গোল দুটি করেছেন আসেনসিও ও বেনজিমা। দুই লেগ মিলে রিয়ালের জয় ৫-১ গোলের।
বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) আর্নেস্তো ভেলভার্দের কোচিংয়ে মেসি এন্ড কোং নেমেছিল অসাধ্য সাধনের আশায়। আগের লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ১-৩ গোলে চির-প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছিল বার্সেলোনা। সুপার কোপা জয়ে তাদের জিততে হতো পরিস্কার তিন গোলের ব্যবধানে। কিন্তু জয় দূরে থাক , উল্টো ২-০ গোলে হেরেছে কাতালানরা।
পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞায় দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যারেথ বেল ও ইসকোকেও একাদশের বাইরে রাখেন জিনেদিন জিদান। গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামা রিয়ালের জয়ের নায়ক আসেনসিও।
প্রথম লেগের নির্ধারিত সময়ের শেষ মিনিটে চমৎকার এক গোলে জয় নিশ্চিত করেন আসেনসিও। ঘরের মাঠে জালের দেখা পেতে সময় নেন মাত্র চার মিনিট। প্রায় ৩০ গজ দূর থেকে তার আচমকা শট যে জালে ঢুকতে পারে তা যেন ভাবতেই পারেননি সামান্য এগিয়ে থাকা মার্ক আন্ড্রে টের স্টেগেন, জায়গা থেকে একচুল নড়েননি তিনি। এই নিয়ে টানা ৬৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।
প্রথমার্ধে লিওনেল মেসির দুটি একক প্রচেষ্টা ছাড়া অতিথিরা তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। অষ্টাদশ মিনিটে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও শট নিতে পারেননি। খানিক পরেই বাঁ-দিক থেকে গোলমুখে বল বাড়িয়েছিলেন, কিন্তু সময় মতো ঠিক জায়গায় যেতেই পারেননি অনুজ্জ্বল সুয়ারেজ। যদিও ৪০ মিনিটে আর রক্ষা পায় নি বার্সেলোনা। মার্সেলোর দারুণ পাস থেকে গোল করেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা।
বিরতির পর আক্রমণের ধার আরো বাড়ায় বার্সেলোনা। কিন্তু একের পর এক আক্রমণ করেও ব্যবধান আর কমাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর কেউ কোনো গোলের দেখা না পেলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। দুই লেগ মিলে ৫-১ গোলের জয় দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ।
এ বছরে এই নিয়ে চতুর্থ এবং ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতলো রিয়াল। এ মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। রিয়ালের এটা দশম স্প্যানিশ সুপার কাপ। ২০১২ সালে বার্সেলোনাকে হারিয়েই আগেরটা জিতেছিল।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই