আন্তর্জাতকি ডেস্ক : তুরস্কের পশ্চিমে মানিসা শহরে সেনাবাহিনীর ব্যারাকে খাদ্যে বিষক্রিয়ায় ৭৩১ সেনা অসুস্থ হয়ে পড়েছে। গতরাতে খাবার খাওয়ার পরই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ মারা যান নি।
মানিসা অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য সালজুক ওজদাগ সেনাবাহিনীর ব্যারাকে খাদ্যে বিষক্রিয়া সম্পর্কে বলেছেন, অসুস্থ ব্যক্তিদেরকে ব্যারাকের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অসুস্থদের দেখতে সেখানে উপস্থিত হন এবং অসুস্থ সেনাদের সঙ্গে কথা বলেন।
গত দুই মাসে এ নিয়ে চার বার তুর্কি সেনাবাহিনীতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটলো। এ কারণে তুরস্কের সামরিক কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এর আগে ১৮৮ জন সেনা খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
সূত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই