আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় না বসলে ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তা দেয়া হবে না- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি নেতৃত্ব।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে হুমকি দিয়ে কোনো কাজ হবে না। জেরুজালেম একটি পবিত্র ইস্যু- এই অঞ্চলে যুদ্ধ ও শান্তির মূলে এটিই। সারা পৃথিবীর অর্থের বিনিময়েও এর কেনাবেচা হবে না।’
তিনি আরো বলেন, ‘আলোচনায় জেরুজালেম না থাকলে, যুক্তরাষ্ট্রও থাকবে না।’
এর আগে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এক সপ্তাহ আগে আমাদের মহান ভাইস প্রেসিডেন্টকে তাদের সঙ্গে দেখা করার সুযোগ না দিয়ে তারা আমাদের অপমান করেছে এবং ত্রাণ হিসেবে তাদেরকে আমরা লাখ লাখ ডলার দিচ্ছি, অসংখ্য সমর্থন দিয়ে আসছি- যে সংখ্যা কেউ বুঝবে না- টেবিলে অর্থ রাখা আছে এবং তারা শান্তি আলোচনায় না বসা পর্যন্ত কোনো অর্থের ছাড় হবে না।’
গত সপ্তাহে গত সপ্তাহে পরিকল্পিত ১২৫ মিলিয়ন ডলার কমিয়ে ফিলিস্তিনের জন্য ৬৫ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। ‘ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি’কে (ইউএনআরডব্লিওএ) ওই সহায়তা দেয়ার কথা ছিল।