আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসের মাঝে পারফিউম অন্যতম। কিন্তু আমরা কি কখনও চিন্তা করে দেখেছি এর মাঝে কি থাকতে পারে। বিভিন্ন ধরণের পারফিউম বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। যা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হবার পাশাপাশি পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর।
কানাডায় সাম্প্রতিক এ নিয়ে গবেষণা করা হলে জানা যায়, আমাদের শরীরে পারফিউমের অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। গবেষণার সুবিধার্থে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গবেষণা করেন। তারা জর্জিও আরমানির অ্যাকুয়া ডি জিও এবং আমেরিকান ঈগল সেভেন্টি সেভেন নিয়ে গবেষণা করে দেখতে পান, এতে অনেক বিষাক্ত পদার্থ বিদ্যামান।
প্রতিবেদন অনুযায়ী, উভয় পারফিউমের মাঝে লিলিয়ান পাওয়া গেছে যা আমাদের শরীরে ইস্ট্রজেন অর্থাৎ একটি অ্যালার্জির প্রভাব বৃদ্ধি করতে পারে। এছাড়াও এতে আরও অনেক ধরণের কেমিক্যাল রয়েছে যা বিভিন্ন ধরণের অ্যালার্জি তৈরি করতে পারে। দ্য গ্লোব এবং মেইলের রিপোর্ট হতে এমনটি জানা যায়।
ক্যালিফোর্নিয়া – ভিত্তিক ক্যাম্পেইন সেফ কসমেটিকস এর পরিবেশগত প্রতিরক্ষা নির্বাহী পরিচালক রিক স্মিথ জানান, আপনার বাড়িতে এমন কোন পারফিউম যদি ব্যবহার হয়ে থাকে যাতে বৃষ্টি অরণ্য বা স্ট্রবেরি প্যাচ বা আনারস ফলের মত সুগন্ধ থাকে তাহলে তাদের মধ্যে এইসব রাসায়নিক পদার্থ থাকবে।
বিভিন্ন ধরণের পারফিউমে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা শরীরে ক্যান্সারের সংক্রমণ বৃদ্ধি করতে পারে। তাই, পারফিউম ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। –সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।