মৌলভীবাজার প্রতিনিধিঃ মোঃ জুয়েল আহমেদ (জিসু) সদর মৌলভীবাজারের ৮নং কনক পুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের ওয়াকিবুল্লা দয়ালের বড় ছেলে।
জুয়েল আহমেদ সুদূর কুয়েতে দীর্ঘ ২০বছর ধরে বসবাস করছেন। তার এই দীর্ঘদিন বিদেশ থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে তিনি নিজ উদ্যোগে একটি সুফা তৈরির কাঁরখানার মাধ্যমে ব্যবসা শুরু করেন।
কুয়েতে ব্যবসা করার সুবাদে জুয়েল আহমদের ভাগ্যের পরিবর্তন হয়, সল্প দিনেই তিনি প্রচুর অর্থ,ধন-সম্পদের মালিক হতে পেরেছেন।
এদিকে জুয়েল আহমদের স্থানীয় এলাকা বুদ্ধিমন্তপুর গ্রাম ছাড়াও আশপাশ এলাকায় কুয়েত প্রবাসী জুয়েল আহমদের একটি সুখ্যাতি আছে যে, উনি দয়াল বাবার দয়াল ছেলে, অর্থাৎ জুয়েল আহমদ একজন অন্যতম পরোপকারী ব্যক্তি।
তবে কুয়েত প্রবাসী জুয়েল আহমদের অর্থ ধন-সম্পদের এই মালিক হওয়াটাও উনার জন্য বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে বলে জানান জুয়েল আহমদের পরিবার।
কারণ কুয়েত প্রবাসী জুয়েল আহমদ সম্প্রতি কতিপয় প্রতিবেশীদের নানান ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হয়েছেন।
সম্প্রতি Titu Ahmed নামে এক ভুয়া ফেসবুক ইউজার কুয়েত প্রবাসী জুয়েল আহমদ ও তার সহধর্মিণীকে নিয়ে নানান অশালীন কথাবার্তা ফেসবুকের উক্ত আইডিতে পোস্ট করেছে।
এই পরিস্থিতিতে কুয়েত প্রবাসী জুয়েল আহমদ বলছেন যে, তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের অহেতুক, কুরুচিপূর্ণ অপপ্রচার একমাত্র তার কতিপয় প্রতিবেশী ব্যতীত অন্য কেউ নয়; এব্যাপারে তিনি নিশ্চিত।
এদিকে কুয়েত প্রবাসী জুয়েল আহমদের সঙ্গে টেলিফোনে আলাপ করা হলে তিনি অগ্রদৃষ্টিকে জানান যে, তিনি খুব শীঘ্রই আদালতের দ্বারস্ত হয়ে মানহানির একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।