ইতালি থেকে তুহিন মাহমুদ : সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ভারেজে জাতীয়তাবাদীদল বিএনপি ইতালির গালারাতের একটি হলে আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারেজ বিএনপি প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান শিমুল। সভার সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার আরিফিন অদুদ।
জিয়াউর রহমানের দেশ প্রেম, জীবনী ও বিভিন্ন সফলতা নিয়ে আলোচনায় অংশ নেন ভারেজ বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুবুর রহমান সেলিম নির্বাচন কমিশনার খান আক্তার, মশিউর রহমান রিপন, লোকমান হোসেন, আকবর হোসেন, আজম বেপারী, রনি মোল্লা সহ সাবেক কমিটির নেত্রীবৃন্দ।
সভায় ভারেজ বিএনপির নেতা কর্মী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করেন। শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহি আত্মার মাগফিরাত কামনা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই