জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধ:চন্দ্রঘোনার রাইখালী বিজিবির চেক পোষ্টের সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে গাড়ী উল্টে সাদ্দাম হোসেন (৪৫) নামে রাঙ্গুনিয়ার এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। বৃহষ্পতিবার(২৬ মে) রাত ৮ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ৮ টায় উপজেলার কোদালা থেকে কাঠবাহী চাদের গাড়ী রাইখালী বিজিবি চেক পোষ্টে পৌঁছলে গাড়ী চেক করতে চায় বিজিবি। এসময় গাড়ীর চালক সিগন্যাল অমান্য করে পালাতে চাইলে বিজিবি গাড়ীটি থামাতে চেষ্ঠা করে। পরে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে গাড়ী উল্টে ঘটনাস্থলের সাদ্দাম হোসেন নিহত হয়। আহত হয় আরো ২ জন। তাদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের জামছড়ি গ্রামে। ঘটনার পর স্থানীয় জনতা বিজিবির চেক পোষ্ট লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নি সংযোগের চেষ্ঠা চালালে অতিরিক্ত বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজিবির চেক পোষ্টে ইট পাটকেল নিক্ষেপের ঘটনার সাথে জড়িত সন্দেহে বিজিবি কোদালা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নটির ৯নং ওয়ারড মেম্বার প্রাথী ডা. জুয়েলকে আটকের খবর জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। রাংগুনিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।