যথাযোগ্য মর্যাদা,উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ই মার্চ) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি)।
দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে, শ্রম কাউন্সেলর আবুল হুসেন, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশি ও প্রবাসী গণমাধ্যম কর্মীরা।
দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বাণী পাঠ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা, বাঙালি জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
?️আ হ জুবেদ