বিশেষ প্রতিনিধি- কুয়েতে বসবাসরত ক্রীড়াপ্রেমী বাংলাদেশি প্রবাসীরা সম্প্রতি এক আনন্দ উৎসবের মাধ্যমে ঢাকা স্পোর্টিং ক্লাব কুয়েতের স্বনামধন্য খেলোয়াড় ইমতিয়াজ মুন্সির জন্মদিন উদযাপন করেছেন।

কুয়েতের জিলিব সুয়েখ পার্ক সংলগ্ন ক্যালিকাট চেফ রেস্তোরাঁয় ‘আনন্দ উৎসব’ ব্যানারে এই বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা স্পোর্টিং ক্লাব কুয়েত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের অন্যতম সহ-সভাপতি সোহেল রানা। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনটির সভাপতি মোরশেদ আলম ভুইয়া, উপদেষ্টা প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, বিমল কান্তি রায়, হুমায়ুন কবির আলী, লিটন মিয়াজী,প্রবাসী সংগঠক নজরুল ইসলাম শাহিন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন সহ বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ও ঢাকা স্পোর্টিং ক্লাব কুয়েতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দরা এই উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক এবং কুয়েতে বাংলাদেশি কুমার সানু খ্যাত ওয়াসিম সানি, কমিউনিটি নেতা কলিমুল্লা টুটুল, এবং জনপ্রিয় প্রবাসী কণ্ঠশিল্পী আশরাফুল আলম। হাসি-গান আর আড্ডায় ভরা এই অনুষ্ঠানটি কুয়েতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক আনন্দময় মিলনমেলা তৈরি করে।











