খ ম জুলফিকার : মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি ফজলুল কবির তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফয়সল আল কয়েছ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাউদ্দিন আহমেদ খালেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আব্দুল বাছিত খান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী. প্রধান শিক্ষক দেবজ্যোতি ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশীদ, প্রধান শিক্ষক মো: মোশাহিদ আলী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, প্রধান শিক্ষক নমিতা দেবী, প্রধান শিক্ষক সমর কান্তি পালসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এই শহীদ মিনার নির্মিত হয়েছে।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবেশনা জাতীয় সঙ্গীত, এসেমলি, বন্ধু শিক্ষক, পাঠদানের কৌশলসহ বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন। বিদ্যালয়ের মাঠ ভরাটের দাবী উঠলে জেলা প্রশাসক বরাদ্ধের আশ্বাস প্রদান করেন।