ঢাকার বাইরে এবার বাগেরহাটে বৈঠক করবেন ১১ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা। বাগেরহাটে সরকারের উচ্চ পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তার এক সাথে এটাই প্রথম আগমন। আর ঢাকার বাইরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এটি চতুর্থ সভা।
এর আগে মুন্সিগঞ্জ,ময়মনসিংহ ও কক্সবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রগতি নিয়ে বৈঠক করেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
রুপসা-মংলা রেল লাইন, মংলা অর্থনৈতিক জোন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বাগেরহাট জেলায় চলমান ১৩টি মেগা প্রকল্প অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. আবুল কালামের নেতৃত্বে ১১ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা এখন বাগেরহাটে অবস্থান করছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মূখ্য সচিব মো. আবুল কালামের নেতৃত্বে কর্মকর্তরা বাগেরহাট জেলায় বাস্তবায়নাধীন ১৩টি উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন শেষে পরের দিন শুক্রবার সকাল ৯টায় মূখ্য সচিবের নেতৃত্বে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জেলায় সরকারের গুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্প বাস্তাবায়নে অগ্রগতির বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা সভা হবে।
একই দিন সকাল ১০ টায় জেলার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জেলা উন্নয়ন সমম্বয় কমিটির সভায় মিলিত হবেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন-উল হাসান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মমিনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।