জাকির সিকদারঃ মহান মে দিবসে আশুলিয়ার পল্লীবিদ্যুত বাসস্ট্যান্ডে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের “শ্রমিক সমাবেশ” অনুস্ঠিত। শিল্পান্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশের সভাপতিত্বে অনুস্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কমরেড জাহেদুল হক মিলু,সদস্য-বাসদ কেন্দ্রিয় কমিটি;বিশেষ বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক,বক্তব্য রাখেন আহমেদ জীবন,মাফিজুল ইসলাম,আনিসুর রহমান,সাজু সরকার,আবুল কালাম প্রমুখ।সভা থেকে অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে ১৫ হাজার টাকা ন্যুনতম মজুরি নির্ধারন, হামলা-মামলা-ছাটাই-নির্যাতন বন্ধ সহ ৬দফা দাবি তুলে ধরা হয়।